নিউজ ডেস্ক : আইপিএস অফিসারদের কে বদলি করে রাজ্যের বাইরে পাঠানোর কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ করা একটি টুইটে মোদি সরকারকে রীতিমত নির্লজ্জ বলে অভিহিত করেছেন তিনি। এর আগেও তিনি টুইট করে কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন এটি অসাংবিধানিক ও অগণতান্ত্রিক এবং আধিপত্যবাদী নীতির একটি অংশ। তিনি আরো বলেন এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। রাজ্য সরকার যে কেন্দ্রের এই ধরনের পদক্ষেপ কে মেনে নেবে না তা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন।
উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডার কনভয়ে শিরাকোলে তথাকথিত তৃণমূল কর্মী সমর্থকদের হামলার অভিযোগ তুলে আইপিএস অফিসার কে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেদিন বিজেপি সভাপতির নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন এই তিন অফিসার। কিন্তু তাদেরকে দিল্লি যেতে দিতে রাজি হয়নি মমতা সরকার। এই নিয়ে শুরু হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তীব্র বিবাদ। অবশেষে মোদি সরকার এই ৩ অফিসারকে রাজ্যের বাইরে বদলির ফরমান দেয়। তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নেয়নি মমতা সরকার। এই ব্যাপারে মমতার পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী আশক গেহলট, ডিএমকে নেতা এমকে স্টালিন সহ অনেকে। আজকে করা টুইটে মুখ্যমন্ত্রী তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াইয়ে পাশে থাকার জন্য।