এনবিটিভি, ওয়েব ডেস্ক: এবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মনিপুরের দুই নির্যাতিত মহিলা। তাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিক। সিবিআই তদন্ত চান না তারা। সোমবারই তাঁদের মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে।
তবে এদিন উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। ভাইরাল ভিডিওর দুই মহিলা ছাড়াও আরও অনেকেই নির্যাতিত হয়েছেন সেরাজ্যে। সেই বিষয়টি তুলে ধরে বিশেষ তদন্ত কমিটি গঠনের আরজিও জানানো হয়েছে শীর্ষ আদালতে। তবে শেষ পর্যন্ত কার হাতে যাবে তদন্তভার, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, মণিপুরের ঘটনার পরিসংখ্যানের দিকে সুপ্রিম কোর্ট যদি নজর রাখে তাহলে কোনও আপত্তি নেই।