জৈদুল সেখ, কান্দিঃ ডিওয়াইএফআই সর্বভারতীয় 11 তম সম্মেলন কে সফল করার লক্ষ্যে সম্প্রীতির ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে।
সালার থেকে কান্দ্রা বাস স্ট্যান্ড পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হয়। আয়োজন করেন ডিওয়াইএফআই সালার লোকাল কমিটি।
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাক্তন যুব নেতা কমরেড জাহাঙ্গীর শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক হাসিরুল ইসলাম, এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সভাপতি কমরেড হাসমত সেখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠান কে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল অংশগ্রহণকারীকে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। ইউনিফর্ম পড়ে দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে অনুষ্ঠানের মাধ্যমে ম্যারাথন দৌড় এর সমাপ্তি ঘোষণা করা হয়।