মাস্ক পরা বাধ্যতামূলক রাজস্থানে, পোড়ানো যাবে না আতশবাজিও, বিল আনছে অশোক গেহলতের সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201102-WA0004

এনবিটিভি ডেস্ক: করোনা সংক্রমণে রাশ টানতে এবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজস্থান সরকার। এই মর্মে আনা হচ্ছে বিল। সোমবার একথা জানান মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

করোনা রুখতে এখনও বের হয়নি কোনও প্রতিষেধক। তাই বেড়েই চলেছে সংক্রমণ, সেই কারণেই স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, করোনা ঠেকানোর একটা বড় উপায় হল মাস্ক ব্যবহার। এনিয়ে ব্যাপক প্রচারও হয়েছে তার পরেও সচেতন হয়নি এ দেশের জনগণের একটা অংশ। মাস্ক ব্যবহার করেন না তাঁরা, মূলত তাঁদের বাধ্য করতেই আইন আনছে রাজস্থান সরকার।

রাজস্থানে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ২ লক্ষ, করোনায় মৃতের সংখ্যাও ২ হাজারের কাছাকাছি। স্বাভাবিকভাবেই এই মারণ ভাইরাস নিয়ন্ত্রণ জরুরি। তাই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি আতশবাজি পড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করছে সরকার। দিন কয়েকের মধ্যেই বিল এনে আইন করবে অশোক গেহলতের সরকার। তিনি বলেন, মাস্কই প্রতিষেধক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর