নিউজ ডেস্ক : বিপদ থেকে উত্তরণের কোনো পথ খুঁজেই পাচ্ছে না রাজ্য বিজেপি। মোদি থেকে অমিত শাহ। যোগী থেকে অন্যান্য কেন্দ্রও মন্ত্রীরা দুইবেলা বাংলায় এসে বিজেপির হাওয়া তোলার চেষ্টা করলেও বিজেপির সুদিন আসার পরিবর্তে দুর্দিন আরো দীর্ঘায়িত হচ্ছে। বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী নিয়ে দলের নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভ চলছিলই। এবার তা আরও চরম আকার নিল নদিয়ায়। যে নদিয়ায় গত লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করেছিল বিজেপি। প্রার্থী বিক্ষোভের জেরে সেই জেলাতেই বিজেপির ১৭জন সদস্য একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন নদিয়ার দক্ষিণের সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তীর কাছে।
বিজেপি সূত্রে দাবি, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব, শান্তিপুর, চাকদা, কল্যাণী মূলত এই পাঁচ জায়গায় বিজেপির অফিসিয়াল প্রার্থী পছন্দ না হওয়ায় চরম পদক্ষেপ। তবে এমন ইস্তফা বা দলত্যাগী ঘটনা শুধু নদিয়াতেই হচ্ছে না, এমন দেখা যাচ্ছে রাজ্যের আরো বিভিন্ন প্রান্তে। জায়গায় জায়গায় প্রার্থী পছন্দ না হওয়ায় রাস্তা অবরোধ থেকে সড়ক অবরোধ বুঝিয়ে দিচ্ছে এ রাজ্যে হিন্দুত্ববাদীদের কয়েক সপ্তাহের সুদিন এখন অতীত। আসছে নির্বাচনে আদৌ তেমন কোনো প্রভাব থাকবে না গেরুয়া শিবিরের মনে করছে রাজনৈতিক মহল।