
হাড়হিম হয়ে যাওয়া এক নারকীয় হত্যার সাক্ষী থাকলো মহারাষ্ট্র। যা দেখে রীতিমতো শিউরে উঠে মহারাষ্ট্রের পুলিশ।
এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়, তারপর তার দেহকে টুকরো টুকরো করা হয়। এরপর দীর্ঘ চার বছর ধরে সেই কিশোরের পরিবারের সঙ্গে আল্লাহর কাছে বাড়ি ফিরে আসার প্রার্থনা করে গেলেন মৌলানা। এই ঘটনায় বৃহস্পতিবার মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে পুলিশ অভিযুক্ত মৌলানাকে গ্রেফতার করে। সূত্র মারফত জানা যাচ্ছে, যৌন নিগ্রহ করাকালীন মৌলানাকে দেখে ফেলে ১৭ বছরের এক কিশোর। আর ঠিক সেই কারণেই প্রাণের মাশুল চোকাতে হয় তাকে।
মৃত কিশোরের নাম শোয়েব। আজ থেকে চার বছর আগে অর্থাৎ ২০২০ সালে মৌলানা গুলাম রাব্বানি শেখ খুন করেন এই যুবককে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ টুকরো করে, নিজের দোকানের মাটির নিচে পুঁতে দেন মৌলানা। এরপর শোয়েবের খোঁজে বাবা-মা মৌলানার কাছে পৌঁছলে, বাবা মাকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে শোয়েবের ফিরে আসার প্রার্থনা করেন মৌলানা। দীর্ঘ চার বছর ধরে এই ঘটনা ধামাচাপা পড়লেও, অবশেষে ধরা পড়লো মূল আসামি।