উত্তরপ্রদেশে ভোটে একাই লড়বেন মায়াবতী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মায়াবতী

বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী জানিয়ে দিলেন লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা ছিল শেষ পর্যন্ত বিএসপি জোট সঙ্গী হয়েই ভোটে লড়বে।

‘‘জোটের সঙ্গে বিএসপির হাত মেলানোর খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো” বলে স্পষ্ট জানিয়ে দিলেন মায়াবতী।

এর আগে উত্তরপ্রদেশে বিজেপিকে মোকাবিলা করার জন্যে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে ‘হাত’ মিলিয়েছে কংগ্রেস। আসন রফা নিয়ে নানা নাটকীয়তার পর শেষপর্যন্ত কংগ্রেস এবং এসপি-র মধ্যে আসন রফা চূড়ান্ত হয়। সেই সমঝোতায় বিএসপি-র জন্য কোনও জায়গায়ই রাখেনি কংগ্রেস এবং এসপি।

শনিবার এক্স  হ্যান্ডলে পোস্ট করে মায়াবতী বলেছেন, ‘‘লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুত। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এ হেন পরিস্থিতিতে, কোনও নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার খবর পুরো ভুল।’’

তিনি আরও লেখেন, ‘‘উত্তরপ্রদেশে বিএসপি প্রবল শক্তি নিয়ে একা লড়ার কারণে বিরোধীরা ভয় পেয়েছে। সেই জন্যই তারা প্রতি দিন কোনও না কোনও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে, বিএসপি একা লড়ার সিদ্ধান্তে অটল।’’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর