ইউক্রেনে আটকে পশ্চিমবঙ্গের নদীয়ার মেডিকেল ছাত্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220225_203221

সুরজিৎ দাশ, নদীয়া: রাশিয়া আক্রমন শুরু করেছে উক্রেনের রাজধানী কিভ এর একধিক জায়গায়। যার জেরে স্তব্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে আটকে গিয়েছে কয়েক হাজার ভারতীয়। আর তারমধ্যে আটকে পড়েছে পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা অরিন্দম বিশ্বাস।

২০১৮ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যায় নদীয়ার বাসিন্দা অরিন্দম। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই রাশিয়াও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণেই প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হলো না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের।
“ঘরের ছেলে ঘরে ফিরুক এমনই আর্তনাদ মায়ের”। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তোলপাড় গোটা দুনিয়া। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। গোটা পরিবারের আর্তনাদ,” ঘরের ছেলে ঘরে ফিরুক তারই ব্যবস্থা করুক আমাদের ভারত সরকার”। এখন দেখার সরকারিভাবে কতটাই সহযোগিতা মেলে ওই বিশ্বাস পরিবারের। কত দ্রুততার সহিত ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস সেই দিকেই নজর এখন গোটা পরিবারের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর