আসানসোল, এনবিটিভি: এক গুচ্ছদাবি দাওয়া নিয়ে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়িতে মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে ডেপুটেশন জমা দিলেন সিপিআইএম এর নেতা নেত্রীরা। এইদিন আসানসোল পৌরনিগমের ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যাকে তুলে ধরা হয় ডেপুটেশনে।
এই ডেপুটেশন নিয়ে ডি.ওয়াই.এফ. আই সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এতোগুলি বস্তি রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি, মানুষেরা পানীয় জল পাচ্ছেন না, ভালো রাস্তা নেই, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, কোনো হাইমাস্ লাইট নেই, বাসের ব্যবস্থা নেই।”
সিপিআইএম অন্য নেতারা বলেন, বাইপাসের ওপর প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য আহতদের যে অর্থ দেওয়া হয় তার বেশির ভাগ অংশটায় যায় রাজনৈতিক নেতাদের পকেটে। আর যারা মারা যায় তাদের ভাগ্যে কিছুই জোটেনা।
তারা আরও বলেন আপনাদের নেতা নেত্রীরা কাউকে সাহায্য করতে এলে অন্য রাজনৈতিক নেতারা আমাদের ধমক দেয়।
তাই এইসব স্বৈরাচারের বিরূদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া।