চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক তালিবানের, চাপে ভারত

 

আফগানিস্তানে টালমাটাল পরিস্থিতির মাঝে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল তালিবানের প্রতিনিধি দল। সূত্রের খবর, আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি ও উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।

ভারত আগেই জানিয়ে দিয়েছিল, তালিবান জোর করে আফগানিস্তানে সরকার গড়লে তাকে সমর্থন করবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি এই সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন তুলে দিল। চাপে ফেলে দিল ভারতকেও। বিশেষত পড়শি রাজ্য চীনের ভূমিকা। এত দিন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই ভাবেননি, যে গোটা আফগানিস্তানের দখল এত তাড়াতাড়ি নিয়ে নেবে তালিবানরা। রবিবার কার্যত তা–ই হল। ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে ছেড়েই পালিয়ে গেলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। খবর, তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর হচ্ছেন নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। এবার যে তালিবানরাই সেদেশ চালাবে, তা আর বলে দিতে হয় না। এই পরিস্থিতিতে সেদেশের সঙ্গে সম্পর্ক কি পুরোপুরি ছিন্ন করবে ভারত?‌ সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ জার্মানি, তাজিকিস্তান সহ কাতার জোটের বাকি দেশে সে পথে হাঁটলেও ভারতের পক্ষে তা চাপের। ওই দেশগুলো তালিবানকে সমর্থন করবে না, আগেই জানিয়েছে। কিন্তু ভারতের তা করা সমস্যার। কারণ পড়শি দেশ চীন। এখনও তালিবান নিয়ে বেজিং মুখ খোলেনি। কিন্তু দুই সপ্তাহ আগেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছিলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। তাও আবার বেজিং গিয়ে। এর থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন, তালিবানদের মান্যতা দিতে পারে চীন। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ এখন মেটেনি। এই পরিস্থিতিতে তারা তালিবানকে সমর্থন করলে ভারতের নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে। বন্ধু–দেশ আমেরিকা তালিবানদের উত্থান নিয়ে মুখ খোলেনি। রাশিয়াও এক প্রকার মদত দিয়েছে তালিবানকে। আর পড়শি পাকিস্তান প্রথম থেকেই তালিবানকে অস্ত্র ও টাকা দিয়ে মদত দিচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দোটানায় ভারত। তার মধ্যে আবার হুঁশিয়ারি দিয়েছে তালিবান। শনিবার তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে, তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে, সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।’‌ ফলে আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী সরকার নিয়ে এবার নতুন করেই ভাবতে হবে দিল্লিকে।

Latest articles

Related articles