কবিতাঃ স্বাধীনতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

th

স্বাধীনতা
মহাম্মদ রাকিম সেখ

স্বাধীনতা তোমার জন্যে ভালো লাগে
ঝিল্লির সুর নিঝুম রাত
বিরহী পেঁচা কোকিলের ডাক।
অমাবশ্যার ঘন অন্ধকার
লক্ষ তারা পূর্ণিমা রাত।
ভোরে মন্দিরের ঘন্টা ধ্বনি
মসজিদে মোয়াজ্জিনের আজানবানী।
ধূধূ মরুভূমি পাহাড় চূড়া
মহাসমুদ্রের আদিগন্ত শোভা।
পাহাড়ি ঝর্ণার নুপুর পায়ে নৃত্যকলা
নবারুণ রং মেখে কুলুকুলু নদীর চলা।
উড়ন্ত পাখির চঞ্চল ডানা নীলাকাশে
তাদের মধূর কলকাকলি গাছে গাছে।
পড়ন্ত বিকেলে সবুজ মাঠ
সন্ধ্যা আগমনী গোধূলি আকাশ।
নবীন শিশুর বুকফাটা কান্না
তরুণী যুবতি হিরে মানিক পান্না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর