উজ্জ্বল দাস, আসানসোলঃ সোমবার সকালে আসানসোলের কল্যাণপুরে রাজ্য বিদ্যুৎ সরবরাহ নিগমের আসানসোল বিভাগীয় কার্যালয়ে স্থানীয় বেশ কয়েকটি বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক ম্যানেজার দয়াময় সাগর।
এই বৈঠকে আসানসোল ছাড়াও রানীগঞ্জ, জামুড়িয়া ও অন্যান্য এলাকার ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা যোগ দেন। আসানসোল চেম্বার অফ কমার্সের সচিব শম্ভুনাথ ঝা জানান, বৈঠক খুবই ভালোভাবে হয়েছে। রাজ্য বিদ্যুৎ সরবরাহ নিগম ব্যবসায়ী এবং সাধসর্ন মানুষের জন্য প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করতে চলেছে। সেই বিষয় এবং অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে এদিন আলোচনা হয়।