উজ্জ্বল দাস, আসানসোল: লক্ষীর ভান্ডার প্রকল্পে বঞ্চিতের অভিযোগ তুলে বিএনআর মোড় থেকে মিছিল করে DM অফিসে স্মারকলিপি দিলো অখিল ভারতীয় অনুসূচীত জাতি পরিষদ।
বুধবার বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এদিনের মিছিলে অখিল ভারতীয় অনুসূচীত জাতি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে অখিল ভারতীয় অনুসূচীত জাতি পরিষদের জেলা সভাপতি বিশ্বনাথ দাস বলেন, লক্ষীর ভান্ডার প্রকল্পে এখনও অনুসূচীত জাতির মহিলারা সুবিধা পায়নি।তাই এই স্মারকলিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে এই সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত করা হোক।এদিন এই সহ মোট 14 দফা দাবি নিয়ে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে।