উজ্জ্বল দাস, আাসানসোলঃ কলেজে ভর্তির আর্জি নিয়ে আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের অফিসে স্মারকলিপি দিলেন একদল পড়ুয়া। বৃহস্পতিবার এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে পড়ুয়ারা জানান, আসানসোলের বিবি কলেজে ভর্তি হতে গিয়ে এক যুবক মারফত প্রতারিত হন ৬১ জন পড়ুয়া। এমনকি পড়ুয়াদের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছিলো। শেষ পর্যন্ত ওই কলেজ পড়ুয়ারা ভর্তি হতে পারেননি। তাই এদিন কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে বিবি কলেজে ভর্তির আর্জি জানিয়ে স্মারকলিপি তুলে দেন পড়ুয়ারা।