রিংড্রেস পরিবর্তন করতে বলার কারণ জানতে চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে টুইট মেরিকমের

টোকিও অলিম্পিকে বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনাল বাউট খেলতে নামার এক মিনিট আগে মেরি কমকে পোশাক পরিবর্তন করতে বলা হয়েছিল। এবার তার কারণ জানতে চেয়ে সরাসরি প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে টুইট করলেন ভারতের তারকা বক্সার মেরি কম।

মেরি লিখেছেন, ‘অবিশ্বাস্য। কেউ কি বলতে পারবে রিং ড্রেস কী? প্রি কোয়ার্টার ফাইনাল বাউট খেলতে নামার এক মিনিট আগে আমায় আমার রিং ড্রেস পরিবর্তন করতে বলা হয়েছিল। কেউ কি এর ব্যাখ্যা দিতে পারবে’?

Latest articles

Related articles