এনবিটিভি ডেস্কঃ দেশে করোনা মহামারীর আক্রান্তের সংখ্যা কমলেও অন্যদিকে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ভয়ের কারন হয়ে দাঁড়িয়েছে দেশের জন্য। সেজন্য আগামী ২০২২ সালের ৩১ শে জানুয়ারী পর্যন্ত দেশ জুড়ে কঠোরভাবে করোনা বিধির অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত মুখ্য সচিবদের নির্দেশ জারি করেছে যে, “এই করোনা কালে বৃহত্তর দূরদর্শিতা, ডেটা বিশ্লেষণ, গতিশীল সিদ্ধান্ত নেওয়ার এবং স্থানীয় ও জেলা স্তরে কঠোর এবং তাত্ক্ষণিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিতে হবে।”
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে জানা যায়, সোমবার পর্যন্ত দেশে ১৫৬ জন নতুন ওমিক্রনে আক্রান্ত হয়েছে, যা সর্বোচ্চ একদিনে বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞ। ওমিক্রন সংক্রমণের মোট আক্রান্তের সংখ্যা ৫৭৮এ পৌঁছে গিয়েছে। মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, যে ৫৭৮ জনের মধ্যে ১৫১ জন যারা সংক্রমণে আক্রান্ত হয়েছেন কিন্তু পুরে তারা সুস্থও হয়েছেন।
প্রসঙ্গত, ১৯ টি রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট ৫৭৮ জন ওমিক্রনে আক্রান্তর সনাক্ত করা হয়েছে। যেখানে দিল্লিতে সর্বাধিক ১৪২ জন, যা দেশের সর্বচ্চো আক্রানের রেকর্ড সংখ্যক। তারপরে মহারাষ্ট্র ১৪১, কেরালা ৫৭, গুজরাট ৪৯, রাজস্থানে ৪৩ সহ তেলেঙ্গানা ৪১ জন ব্যাক্তি আক্রান্ত হয়েছে।
অন্যদিকে একদিনে ৬৫৩১ জন ব্যাক্তি করোনভাইরাস সংক্রমণের আক্রান্ত হয়েছে। যা ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৭৯৩৩৩৩ টিতে দাঁড়িয়েছে। যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৫৮৪১-এ নেমে এসেছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত আপডেট তথ্য অনুসারে ৩১৫ জন নতুন প্রাণহানির সাথে মৃতের সংখ্যা ৪৭৯৯৯৭ টিতে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, মোট সংক্রমণের ০.২২ শতাংশ নিয়ে সক্রিয় আক্রান্ত কমে ৭৫৮৪১ দাঁড়িয়েছে। দৈনিক ইতিবাচকতার হার ০.৮৭ শতাংশে নেমেছে। গত ৮৪ দিন ধরে আক্রান্তের সংখ্যা দুই শতাংশের কম হয়েছে। সাপ্তাহিক ইতিবাচকতার হারও ০.৬৩ শতাংশে নেমেছে। মন্ত্রক অনুসারে, গত ৪৩ দিন ধরে আক্রান্তের হার এক শতাংশের রয়েছে।