এনবিটিভি,মুর্শিদাবাদ: তৃণমূল প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলা মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গেছে, রাণীনগর ১ নং ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তফা সরকারের গাড়িতে শুক্রবার সকালে দুষ্কৃতীরা আক্রমন করে বলে অভিযোগ। ওই ঘটনায় প্রধান সহ আরও পাঁচ জন ব্যাক্তি আহত হয়েছে। তার মধ্যে একজনকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর ,একটি গাড়িতে ড্রাইভার সহ ছয় জন মিলে ইসলামপুরের পথে আসছিলেন। মাঝে টেকরাইপুর অঞ্চলে প্রায় দুশো মানুষ লাঠি, বর্শা ইত্যাদি নিয়ে তাদের গাড়িতে আক্রমন করে।
গাড়িতে থাকা ব্যাক্তিদের দাবী, রাণীনগর ১ নং ব্লকের এক তৃণমূল কর্মী জাকারিয়া হোসেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও জাকারিয়া তৃণমূলের দলীয় কোনও পদে যুক্ত নয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে।