শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:– গতকাল রাতে ৬০ নম্বর জাতীয়
সড়কের ধারে থাকা পেট্রল পাম্পে গুলি চালিয়ে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর লোকাল থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী পেট্রল পাম্পের ভেতরে ঢুকে হঠাত্ ই গুলি চালাতে শুরু করে।
পেট্রল পাম্পের অফিস লক্ষ্য করে চালানো হয় গুলি। গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রল পাম্পের অফিস ঘরের কাঁচ। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা দুই ট্রাক মালিককে বেধড়ক মারধর করে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ ট্রাক মালিকের।
পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ।