এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): ক্ষুদ্ৰ চা ক্ষেত করা সকলের কল্যাণ সাধনের জন্য মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সানোয়াল যোরহাটের টোকলাই চা গবেষণা প্ৰতিষ্ঠান প্ৰাঙ্গণে ‘Mission Assam Quali TEA’র অধীনে ক্ষুদ্ৰ চা ক্ষেত করার প্ৰশিক্ষণ ও গবেষণা কেন্দ্ৰের শুভ উদ্বোধন করেন। এই কেন্দ্ৰটির আধুনিক তথা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উন্নত মানসম্পন্ন চা উৎপাদনের ক্ষেত্ৰে ক্ষুদ্ৰ চা ক্ষেত করা সকলকে প্ৰশিক্ষণ প্ৰদান করা হবে। মুখ্যমন্ত্ৰী আজ অনুষ্ঠানে এই সংক্ৰান্ত বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির খোঁজ নেন ও রাজ্যের কয়েক জন ক্ষুদ্ৰ চা ক্ষেত করা লোককে আনুষ্ঠানিকভাবে মাটির পট্টা প্ৰদান করেন।
অত্যাধুনিক এই কেন্দ্ৰটি আসামের ক্ষুদ্ৰ চা ক্ষেত করা মানুষকে যথেষ্ট উপকৃত করবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্ৰী ও ইহার সুযোগ-সুবিধা গ্ৰহণ করে আধুনিক দৃষ্টিভঙ্গিতে চা উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানান।