বিধায়কের হাত ধরে সিপিএম ও বিজেপির ১০০ পরিবারের তৃণমূলে যোগদান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200919-WA0027

এনবিটিভি ডেস্ক: শনিবার বারাবনি ব্লকের এর অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েত এর প্রধান কেশব রাউত এর নেতৃত্বে শিরীষ ডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত তৃণমূলের একটি জনসভা হয়েছিল যেখানে কয়েকশ নেতাকর্মী অংশ নিয়েছিল৷ একই সাথে এই অনুষ্ঠানে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত ধরে এলাকার ১০০ টি পরিবারের সিপিএম ও বিজেপির সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন। এই কর্মসূচিকে সম্বোধন করেন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে নরেন্দ্র মোদী পুরো দেশের বেসরকারীকরন করে যুবকদের কর্মসংস্থান হরন করছেন। তার এই নীতি সাধারণ মানুষ বুঝে গেছে সময় এলে ঠিক জবাব দেবে। আর আগামী বিধান সভা নির্বাচনে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দেবে তারা কার সাথে আছে।

এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান যে সামনে বিধানসভা ভোট আর তাই প্রতিটি গ্রামে গ্রামে প্রতিনিয়ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগের কথা শুনে চলেছি সাথে সাথে সমাধান করার চেষ্টাও চলছে । সেইমত আজ এক এক করে যে কারনে বিজেপি ও সিপিএম এর কর্মীরা তৃণমূলে যোগদান করছে তা দেখে বোঝায় যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষ ঠকানোর ব্যাবসা শুরু করেছে তা বেশি দিন টিকবে না।এই অনুষ্ঠানে বিধায়ক সহ ব্লক সভাপতি অসিত সিং,জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, সহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর