নিউজ ডেস্ক : তৃণমূল থেকে দলত্যাগ এদের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়ে চলেছে। এবার সম্ভবত সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর নাম। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাডাম সম্মোধন করে লেখা দুই লাইনের চিঠিতে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
বর্ধমান দক্ষিণ আসন থেকে তিনি গত দুই বার সাফল্যের সঙ্গে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। তার এই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের তৃণমূল সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। চিঠিতে তিনি তার অপারগতার কারণ হিসেবে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন।
কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তিনি একই তাহলে দলত্যাগী দের খাতায় নাম লিখিয়ে ধরতে যাচ্ছেন বিজেপি বা অন্য কোন দলের ঝান্ডা! তবে তিনি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দিক আর না দিক বর্ধমান দক্ষিণ আসনের তৃণমূল কংগ্রেসের শক্তির যে কিছুটা হলেও কমবে তার এই নিষ্ক্রিয়তার কারণে তা ধরে নেওয়া যায়।