ভোট শেষ,বিজেপির তারকা প্রার্থীদের থেকে কেন্দ্রীয় নিরাপত্তা কেড়ে নিল মোদি সরকার

নিউজ ডেস্ক : বিজেপি এমন একটি রাজনৈতিক দল বলে অভিযোগ করা হয় যারা সব কাজ করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। এবার সেই অভিযোগ অনেকটা সঠিক বলে প্রমাণিত হল। একুশের বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। তারকা প্রার্থীদের বেশিরভাগই ভোটে লজ্জাজনকভাবে তৃণমূল প্রার্থীদের কাছে হেরেছেন। একমাত্র অভিনেতা হিরণ চ্যাটার্জি জয়ী হন বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে। তার একমাস কাটার আগেই এবার বিজেপির তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা আপাতত তুলে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এখন শুধুমাত্র বিজেপির বিজয়ী প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রক। যদি বিধায়করা আবেদন করে।

 

 

 

একুশের বিধানসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দেন টলিউডের একঝাঁক অভিনেতা-‌অভিনেত্রী। ভোটের প্রার্থীও করা হয় একাধিক টলিউডের পরিচিত মুখকে। ভোটের আগে তাঁদের প্রত্যেকেই দেওয়া হয় কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময় দেখা যেত বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু এতকিছুর পরেও ভোটের ফল প্রকাশ হলে দেখা যায় বেশিরভাগ তারকাই হেরে গিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্নো মিত্র , রুদ্রনীল ঘোষ বিরাট মার্জিনে তৃণমূলের প্রার্থীদের কাছে পরাজিত হন। এরপরেই তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, যদি তারকা প্রার্থীদের প্রয়োজন থাকে তাহলে তারা স্বরাস্ট্র মন্ত্রকের কাছে আবেদন করে জানাতে পারে। শুধুমাত্র বিজয়ী প্রার্থীরা এখন কেন্দ্রীয় নিরাপত্তা পাবে।

Latest articles

Related articles