করোনা মোকাবিলায় মোদি বিশ্বের মধ্যে সব থেকে নিকৃষ্ট নেতা, বলছে মার্কিন গবেষণা

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের দ্বিতীয় দফার আক্রমণে বিদ্ধস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা আক্রান্ত হয়ে এবং চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে অসংখ্য ভারতবাসীর। আর এই করোনা পরিস্থিতির জন্য সঠিক সময়ে যথোপযুক্ত সরকারি পদক্ষেপ না নেওয়াকেই দায়ী করছে বিরোধী নেতা থেকে দেশের সাধারণ মানুষ। মোদি সরকারের ব্যর্থতাকে তুলে ধরেছে আন্তর্জাতিক মিডিয়াও। এবার মোদিকে করোনা সংক্রমণ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সবচেয়ে খারাপ নেতার স্বীকৃতি দিল আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক এক সংস্থা। আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, সংস্থাটির চালানো আন্তর্জাতিক জরিপে মোদিকে করোনা মোকাবিলায় সব থেকে খারাপ রাষ্ট্রনেতা হিসেবে মনে করেন বিশ্বের সব প্রান্ত থেকে জরিপে অংশ নেওয়া অংশগ্রহণকারীদের ৯০% মানুষ।

 

দা কনভার্সেশন ইউএস নামক অলাভজনক এই মার্কিন সংস্থাটির চালানো সমীক্ষায় বিশ্বের মধ্যে করোনা মোকাবিলায় সব থেকে খারাপ নীতি নির্ধারক হিসেবে ৪ রাষ্ট্রনেতার নাম দেওয়া হয়। এই চারজন হলেন ব্রাজিলের রাষ্ট্রপতি রবার্ট বলসেনারো, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, ভারতের মোদি এবং মেক্সিকোর রাষ্ট্রপ্রধান আমলো। আশ্চর্যজনকভাবে জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষ মোদিকে বিশ্বের সব থেকে খারাপ নেতা হিসেবে ভোট দেন, দ্বিতীয় স্থানে আছেন বাইডেন যিনি পেয়েছেন মাত্র ৫ শতাংশ ভোট। উল্লেখ্য ভারতে বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখের ও বেশি। দৈনিক মৃত্যুর সংখ্যা ৪৫০০ পার করেছে ইতিমধ্যে।

Latest articles

Related articles