দুর্গাপুর: অন্ডাল থানার অন্তর্গত বক্তিয়ার নগরের ইসিএল আবাসনে পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কোনো বাড়ি থেকে মোবাইল ফোন, আবার কোথাও পাঁচ হাজার কিংবা ১০০০০ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, সম্ভবত চোরেরা কোন স্প্রে জাতীয় কিছু ছিটিয়ে ছিল, যার ফলে মধ্যরাতে হওয়া এই চুরির ঘটনা কেউ টের পায়নি। শারদ উৎসবের আগে এই ধরনের চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কে এলাকাবাসী। তাঁরা চাইছেন পুলিশ মোতায়ন হোক এলাকায়, নাহলে ফের কোনো বড়োসড়ো চুরির আশঙ্কা করছেন তারা।ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।