মণিপুর অশান্তিতে মৃত ১০০ জনেরও বেশি

এনভিটিভি, ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে চলতে থাকা অশান্তিতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। রাজ্যজুড়ে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিদ্বেষ ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে। ১১টি জেলায় জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। রাজ্যের রাজধানীতে সোচ্চার হচ্ছে মৃতদের হারানোর কষ্ট। রবিবার মণিপুরে চলতে থাকা এই সহিংসতার তীব্র নিন্দা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। স্থানীয় প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলি সহ সরকারের কাছে অবিলম্বে এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার করার আবেদন জানায় এই দল ।একটি বিবৃতিতে আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে জানান, উত্তর-পূর্ব রাজ্যে “শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ” গ্রহণ করার আবেদন করা হচ্ছে। তিনি তাঁর বিবৃতিতে আরও জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোতে ঘৃণা ও সহিংসতার কোনও স্থান নেই। উভয় পক্ষকেই বিশ্বাসের ঘাটতি কাটিয়ে উঠতে হবে, যা বর্তমান সঙ্কটের সৃষ্টি করেছে। সেইসঙ্গে রাজ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করা উচিত। আরএসএস সাধারণ সম্পাদকের মতে, “গত ৪৫ দিন ধরে মণিপুরে যে অবিরাম সহিংসতা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে, যারা এতো শতাব্দী ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় শান্তিপূর্ণ জীবন যাপন করে আসছে তাদের মধ্যে এই অশান্তি ও সহিংসতা শুরু হয়েছে। এমনকী তা এখনও বন্ধ হওয়ার নামও নেয়নি।

Latest articles

Related articles