নদীয়া, সুরজিৎ দাস: বিজেপি সাংসদ অম্বিকা রায়’কে খুনের হুমকি দিয়ে পোস্টার লাগানোর পর, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে কুমন্তব্য যুক্ত পোস্টার দেখা গেল রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকায়। পোস্টার দেখা যায় নদীয়া জেলার বিজেপি পার্টি অফিসের সামনেও।
পোস্টার গুলিতে লেখা দেখা যায়, ‘দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হাটাও নদীয়া বাঁচাও’ সহ তার চারিত্রিক বিষয়ে কুটুক্তিপূর্ণ একাধিক পোস্টার। অভিযোগের তীর তৃনমূলের দিকে।
বিজেপি নদীয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন জ্বলছিল। আর এইবার সেই আগুনের আঁচ পৌঁছালো রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত।
তবে এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরো উড়িয়ে দিয়ে বিজেপির নদীয়া দক্ষিন সাংগাঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “পুরোটাই তৃনমূলের চক্রান্ত, পৌরভোটের আগে কুৎসা রটানোর চেষ্টা।”
অন্যদিকে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “এসব গোষ্ঠীদ্বন্দ্বের ফল, তৃণমূলকর্মীদের এসব করার মতো সময় নেই। এমন মন্তব্য করে বিষয়টি উড়িয়ে দেয়।”