এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মহরমের মিছিলে ড্রাম বাজানো মামলায় পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের বক্তব্য, কোন এলাকায় কী শব্দ, তার জোর কতটা থাকবে, সেসব নির্দিষ্ট করা আছে শীর্ষ আদালতের নির্দেশিকায়। আবার শব্দ নিয়ন্ত্রণের কথাও আছে। শীর্ষ আদালত ধর্ম প্রচারের জন্য মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়নি। আবার ধর্মের জন্য সবকিছু আইনের উর্ধ্বে এমনও বলেনি।
তাঁদের মতে, অনেক নাগরিক সচেতন নন। পুলিশের কাজ, কে আইন মানছে না, সেটা দেখা। উৎসবে ড্রাম বাজানোর অনুমোদন থাকলেও আইন অনুযায়ী, রাত দশটার পর মাইক ব্যবহার করা যায় না খোলা জায়গায়। পুলিশকে তা দেখতে হবে। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পাবলিক নোটিস জারি করবে। কত মাত্রায় শব্দ ব্যবহার করলে তা শব্দদূষণ হবে, সেটা জানাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রধান বিচারপতির আরও মন্তব্য, “ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে। ক্রমাগত শব্দদূষণে শিশুদের কানে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।”