শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব মুর্শিদাবাদের জেলা ছাত্র পরিষদ

মুর্শিদাবাদ, জৈদুল সেখ, এনবিটিভি:  স্কুল,কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব রাজ্যের বিরোধী সংগঠন থেকে বিভিন্ন সংগঠনের মানুষজন। এবার পথে নমলেন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। শুক্রবার দুপুরে বহরমপুর জেলা ছাত্র পরিষদ অফিস থেকে মিছিল বের হয় এবং  মিছিল শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে। এরপর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা।

মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি হজরত আলী বলেন, যেখানে রাজ্য জুড়ে মেলা, খেলা হচ্ছে এমনকি সমস্ত রাজনৈতিক দলের সভা, কর্মসূচী মিছিল হচ্ছে সেইখানে কেন স্কুল গুলি বন্ধ থাকবে। তাদের দাবি সমস্ত করোনা বিধি মেনে স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক।

মীছীল থেকে তারা বলেন, “এইভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের এই দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে এর থেকেও বৃহত্তম আন্দোলনে সামিল হবে।

Latest articles

Related articles