মুর্শিদাবাদে ৩৪ নং জাতীয় সড়কে হাওড়ার শিবপুরের বাইকারের মৃত্যু

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতি থানার চাঁদের মোড় এলাকায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বন্ধুবান্ধবের মধ্যে। সূত্রের খবর, হাওড়া শিবপুরের কয়েক জন বন্ধু প্রত্যেকে নিজস্ব নিজস্ব বাইক নিয়ে হাওড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভ্রমণ করার জন্য। কিন্তু বৃহস্পতিবার সকাল বেলায় হঠাৎ ময়ূখ চন্দ্র নামে এক ব্যক্তি হঠাৎ বাইক চালাতে চালাতে পড়ে যায় রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। সুতি থানার পুলিশ ও তার বন্ধুবান্ধবরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

Latest articles

Related articles