এনবিটিভি ডেক্স: বারবার মুসলিম যুবকদের কে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়।বছরের পর বছর জেলে বন্দী থাকার পর বেকসুর খালাস হয় ঘরে ফেরে তারা। এমন ঘটনার নজির বারবার দেখা গিয়েছে।
ঝাড়খণ্ডের ‘মাওলানা কালিমুদ্দিন মাজাহিরি’। এক বছর আগে, তিনি নির্বিচারে গ্রেফতার হয়েছিলেন, অভিযুক্ত হয়েছিলেন সন্ত্রাসী হিসেবে, ‘আল-কায়েদার’ সাথে জুড়ে দেওয়া হয়েছিল তাঁকে এবং ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইউএপিএ-র অধীনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঝাড়খণ্ড উচ্চ আদালত তাঁর মুক্তির নির্দেশ দিয়ে বলেছে, “তাঁকে আল-কায়েদার সাথে সংযুক্ত করার মতো প্রমাণের কোনও উপাদান পাওয়া যায়নি।”
এখন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন কিন্তু বিনষ্ট হয়েছে তাঁর এক বছরের জীবন, সম্মান ও মর্যাদা।
একটু ভাবুন, সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগে কত নিরীহ মুসলমানের জীবন ধ্বংস হচ্ছে এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থায়।