নীতীশ কুমারের শপথের পূর্বেই হিন্দুত্ববাদীদের হাতে নিহত মুসলিম তরুণী; তীব্র নিন্দায় ফ্র্যাটারনিটি মুভমেন্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201118-WA0006

এনবিটিভি ডেস্ক: বিহারে সপ্তমবারের মতো নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পূর্বেই হিন্দুত্ববাদী ইভটিজাররা বৈশালীর এক তরুণীকে নির্মমভাবে পুড়িয়ে মারল। পীড়িতা ২০বছরের তরুণী গুলনাজের মরদেহ নিয়ে সুবিচারের দাবিতে পথ অবরোধ করেন তাঁর আত্মীয়-পরিজনেরা। পরিবারের অভিযোগ বৈশালীর দেশারী থানার অন্তর্গত চাঁদপুরা পঞ্চায়েতের একটি গ্রামে সতীশ যাদব বিগত তিন মাস থেকে মেয়েটিকে বারবার প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করার পরও গুলনাজ রাজি না হওয়ার কারণেই সতীশ তার বন্ধুদের নিয়ে প্রথমে মেয়েটির শ্লীলতাহানি করতে চায় এবং বাধাপ্রাপ্ত হলে তরুণীর গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্যান্ত জ্বালিয়ে একটি গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পীড়িতার আর্তনাদে আশেপাশের মানুষেরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ততক্ষণে তার দেহের ৮০শতাংশ পুড়ে গেছে। অবশেষে হাসপাতালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এখনও অবধি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উক্ত ঘটনায় রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে যে, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পূর্বেই যদি রাজ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে ও নিপীড়িতা নারী সুবিচার না পায়, তবে এই সরকারের দ্বারা কিভাবে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে ! এই প্রসঙ্গে এদিন এক সাংবাদিক বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার উল্লেখ করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র ছাত্র-যুব শাখা সংগঠন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মোঃ আরাফাত আলী বলেন,”আশ্চর্য্যজনক ভাবে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। নারী নির্যাতনের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। বিহারে NDA জোট সরকার ক্ষমতায় আসার পূর্বেই এই ধরণের লোমহর্ষক ঘৃণ্য অপরাধের ঘটনায় তা আবার প্রমাণিত হল। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুলনাজের শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ‘বেটি বাঁচাও’ এর স্লোগান দিয়ে সারা দেশের মা-বোনেদের মনে ত্রাসের আবহ তৈরীর এই অপকৌশল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কোনওভাবেই বরদাস্ত করবে না। সুবিচার না পাওয়া অবধি আমাদের প্রতিবাদ চলবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর