মালদা: গাড়িতে লেখা রয়েছে অন ডিউটি! কোথাও বা নীল বাতি। ব্যক্তিগত গাড়িতে সরকারী লোগো লাগিয়ে, কিংবা কেউ আবার পুলিশ,বিএস এফ লোগো লাগিয়ে অবাধেই চালাচ্ছে যাতায়াত। সরকারী লোগোর অপব্যবহারের অভিযোগ অজস্র। সম্প্রতি ভুয়ো আইএএস অফিসার সেজে টিকাকরণ করতে গিয়ে পুলিশের জালে গ্রেপ্তার হওয়া দেবাঞ্জনের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো মালদা জেলা পুলিশ। রাস্তায় আগত অন ডিউটি গাড়ি কিংবা নীল বাতি লাগানো গাড়ির পাশাপাশি সরকারী লোগো ব্যবহার করা সমস্ত গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালালো মালদা জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশমতো শুক্রবার মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে কার্যত কড়া নিরাপত্তার সাথে চলে এই তল্লাশি।