নিউজ ডেস্ক : বেশ কয়েকজন বাংলাদেশ ক্রিকেটারের বিবাহিত জীবন নিয়ে গত কয়েক বছরে দানা বেঁধেছে বিতর্ক। এবার আবার এক বিতর্ক দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে। অভিযোগ যে তিনি এমন একজনকে বিয়ে করেছেন যার অন্য আর একটা স্বামী আছে এবং তাদের আট বছর বয়সে একটা কন্যা সন্তানও রয়েছে। নাসির হোসেন এত কিছু জানার পরেও পুরনো স্বামীর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বিয়ে করেছেন বিতর্কিত মহিলা তামিমা তাম্মিকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তামিম আর আগের স্বামী রাকিব হোসেন।
উল্লেখ্য গত ১৪ ই ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন্স ডেতে এবং নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১৭ ই ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ১৯ তারিখে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেসবুকে এ বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিষয়টি জনসমক্ষে আসার পর রাখিব হোসেনকে টেলিফোন করেন নাসির হোসেন। সেই টেলিফোন বার্তাটিও বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। যেখানে নাসির হোসেন রাকিব কে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাদের বিরুদ্ধে জিডি করেছেন। তিনি কি চান না যে তামিমা হ্যাপি থাক? উল্টে রাকিব নাসিরকে জিজ্ঞাসা করেছেন আপনি যদি চান যে তামিমা হ্যাপি থাক? তাহলে আপনি কিভাবে তার সম্পর্কে সবকিছু না জেনে তার পূর্বের স্বামীর সঙ্গে কোনো রকম বিবাহবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও আপনি বিয়ে করলেন তাকে?
রাকিব বলেন আপনি কি জানেন তার ব্যাপারে ? নাসির বলেন তার একটা বয়ফ্রেন্ড ছিল। যার নাম আলোক এবং তার একটা কন্যা সন্তান রয়েছে। তার পরে রাকিব বলেন, আমিও বিয়ে করতে চাই তাই যদি অন্য কারো সঙ্গে বিয়ে করতে চায় আমার সঙ্গে ডিভোর্স করতে নিলো না কেন? নাসির খানিকটা তাকে হুমকির সুরে বলেন আমি ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পছন্দ করি না, আপনি এই বিষয়টিতে আর তেমন কিছু না করলেই ভালো হবে। নাসির আরো কিছু বলার আগেই রাকিব বলেন, আপনাকে তো আমি চিনিনা আমার আপনার সঙ্গে কথা বলার কোন প্রয়োজন নেই। আপনি আমাকে ফোন দিয়েছেন কি জন্য ফোন করার কথা তো তামিমার। আসরের নামাজ পড়তে যাওয়ার কথা বলে রাকিব অপরপ্রান্ত থেকে ফোন কেটে দেয়।
তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নাসির হোসেনের সমস্ত মোবাইল নাম্বার বন্ধ বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। বারবার চেষ্টা করেও এখনো নাসির হোসেন বা তার পরিবারের তরফ থেকে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।