বেল্লাল হোসেন বাবু
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে “ঘর থেকে শুরু করি,নিদিষ্ঠ স্থানে বর্জ্য ফেলি,পরিছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ি ” স্লোগানকে সামনে রেখে কোভিড -১৯ এ দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার করে পরিছন্ন ক্লাসরুম ও শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের উপযোগী করতে পল্লীশ্রী উন্নয়ন সংস্থা শুরু করেছে পরিচ্ছন্ন অভিযান।
১২ ই নভেম্বর বৃহস্পতিবার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে সংস্থাটি তাদের এ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর সোলায়মান আলী, স্কুলের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার সহ স্কুলের সহকারী শিক্ষক আবুবক্কর সহ অন্যন্যে শিক্ষকগণ, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সদস্য সুমন কুমার,নির্মল কুমার,অপু কুমার ঘোষ,লেমন কুমার, সুজন কুমার,আরিফ আলী সহ অন্যেন্য সদস্য ও স্কুলের স্কাউট সদস্যরা।
এসময় অধ্যক্ষ মীর সোলায়মান আলী বলেন,মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার এই সময় উপযোগী সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানান। দীর্ঘ দিনের ছুটির কারণে ক্লাসের অনুপোযোগি বিদ্যালয়গুলোতে পল্লীশ্রীর এ পরিস্কার পরিছন্নতা অভিযানের জন্য পল্লীশ্রী সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানান এবং এটাকে সিংড়া উপজেলার সকল স্কুলে ছড়িয়ে দেবার আহবান জানান।
পল্লীশ্রীর সাধারণ সম্পাদক সুব্রত কুমার বলেন,করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে। এর ফলে স্কুলগুলো অপরিস্কার ও ক্লাস অনুপযোগি। সরকার যেহেতু স্কুল খোলার পরিকল্পনা, এজন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় তারা এ প্রোগ্রামটি শুরু করেছেন। তিনি ভবিষ্যতে পুরো উপজেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবার আশাবাদ ব্যক্ত করেন।