সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: জমি বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রতিবেশীকে। জখম একই পরিবারের বৃদ্ধ, বৃদ্ধাসহ এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর থানার বেলঘরিয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুমলিয়া এলাকায়।
ওই পরিবারের আক্রান্ত যুবক সাহেব মণ্ডলের কাছ থেকে জানা গিয়েছে, ওই যুবকদের জমিতে গাছের পাতা পড়া নিয়ে পাশের ওই প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই রাত ৮:৩০ নাগাদ ওই প্রতিবেশী মদ্যপ অবস্থায় দলবল নিয়ে তাদের বাড়ি চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে আঘাত করতে শুরু করে ওই যুবকের দাদু ও ঠাকুমাকে। এরপর ওই যুবক বাধা দিতে গেলে আক্রান্ত হয় ওই যুবকও। এরপর ওই যুবক চেঁচামেচি শুরু করলে পলাতক হয়ে যায় ওই মদ্যপ যুবকের দল।
সাহেব মন্ডল আক্রান্ত অবস্থায় তার দাদু-দিদাকে ভর্তি করে শান্তিপুর হসপিটালে। বর্তমানে তারা হসপিটালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে ওই যুবক।