নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ভাঙড়ে

এনবিটিভি: ১২৫তম নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উৎযাপন করল ভাঙড়ের সাধারণ ছাত্রযুবরা। নেতাজির কেবল জন্মদিন নয় তার আদর্শকে সামনে রেখে চলার ডাক দিলেন তারা। সঙ্গে কৃষি আন্দোলনের সংহতি জানালেন তারা। ভঙ্গড়ের সাধারণ ছাত্রযুবদের দলমত নির্বিশেষে যোগদান করে কৃষি বিল সহ NRC CAA NPR এর বিরোধিতা করেছেন তারা। পোড়ানো হল ফার্ম বিল। পোস্টারে স্লোগান উঠল সম্প্রীতির, ধর্মনিরপেক্ষতার।

Latest articles

Related articles