হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

২

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজায় পুরোপুরি বিজয় সম্ভব এবং সেটা আর কয়েক মাসের মধ্যেই হবে উল্লেখ করেন তিনি।

এর আগে গাজায় সাড়ে চার মাসের (১৩৫ দিন) যুদ্ধবিরতির প্রস্তাব করেছে হামাস। এই সময়ের মধ্যে সমস্ত জিম্মিকে মুক্ত করার প্রস্তাব দেয় তারা।

এ ছাড়া পুরো গাজা উপত্যকা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করা ও যুদ্ধ শেষ করার প্রস্তাবও করেন তারা। তবে নেতানিয়াহু হামাসের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের সঙ্গে আলোচনা আর কোথাও যাচ্ছে না। হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘উদ্ভট’ বলেও মন্তব্য করেন তিনি।

নেতনিয়াহু বলেন, গাজায় চূড়ান্ত বিজয় ব্যতীত সমাধানের আর কোনো পথ নেই। শুধু সামরিক চাপই গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। যদি হামাস গাজায় অবস্থান করে তা হলে আমাদের পরবর্তী হামলার জন্য সময় গুনতে হবে।

নেতানিয়াহুর এ বক্তব্য ‘রাজনৈতিক স্পর্ধার’ একটি রূপ উল্লেখ করে হামাসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, নেতানিয়াহু গাজায় সংঘাত চালিয়ে যেতে চান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর