এন বি টিভি ডেস্ক: আসানসোলের সেনরালে রোডের HLG হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীর নিউরোসারজারি সফল হলো।বৃহস্পতিবার হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে একথা জানান বেসরকারি হাসপাতালের কর্ণধার সুনীল গুপ্তা।
জানা গিয়েছে দিন দশেক আগে বারাবনির চরনপুরের 82 বছরের এক রোগী নিউরো সম্যসা নিয়ে HLG হাসপাতালে ভর্তি হয়েছিলো।এরপর হাসপাতালে নিউরো চিকিৎসক ডঃ দিলরাজ বি ক্যাডলাস ও সহযোগী চিকিৎসক সোহাগ বোস এই দুই চিকিৎসক ওই রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে।
এরপর সফল অস্ত্রোপ্রচার করা হয়।বর্তমানে ওই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এমনকি এই চিকিৎসার পুরোটাই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে হয়েছে।এদিনের সাংবাদিক বৈঠকে HLG হাসপাতালের ডাইরেক্টর অভিষেক গুপ্তা এবং এমডি সুনীল গুপ্তা একথা জানিয়েছেন।