দুয়ারে সরকার প্রকল্পে নতুন ভাবনা মা ও শিশুদের নিয়ে

উত্তর ২৪ পরগনা, এনবিটিভি ডেস্ক:পচিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার দিনে দিনে এক নতুন মাত্রা নিয়ে আনছে।আজ বসিরহাট উত্তর বিধানসভার শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় দুয়ারে সরকার প্রকল্পে এক নতুন মাত্রা যোগ হলো নারী ও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য। কি ভাবে তাঁদের কে ডেভলপ করা যায়?সেই দিকে বিশেষ নজর দিলেন ICDS অঙ্গনওয়াড়ি কর্মীরা।

মূলত তাঁদের উদ্যোগ গর্ভধারিনী মা ও শিশুরা কোন কোন খাদ্য খেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে।সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন শাক সবজি দিয়ে অল্প মাত্রা তেল দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তারা প্রস্তুত করে দেখান। যে খাদ্য খেলে শারীরিক কোনো অসুখ ঘটবে না এবং মা ও শিশু সুস্থ থাকবে।

এই প্রকল্প দেখতে হাজির ছিলেন বসিরহাট 2 নম্বর ব্লকের মাননীয় BDO জয়দীপ চক্রবর্তী, মাননীয় বিভাগ সরকার বসিরহাট চাইল্ড ডেভেলপমেন্ট সুপারভাইজার, বিভিন্ন ব্লকের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা, শ্রীনগর মাটিয়া অঞ্চল সভাপতি ও প্রধান মাননীয় মুসতাক আহমেদ ও বিভিন্ন সংসদের প্রতিনিধিগণ।

Latest articles

Related articles