স্কুলের নিয়ম বদল ,নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

CLASS ROOM

এনবিটিভি ডেস্ক ঃ গত বছর পর গত ১৬ ই নভেম্বর থেকে ৯,১০,১১,১২ এই চারটি ক্লাস প্রতিদিন হচ্ছিল তারপর স্কুল খোলার ৭ দিনের মধ্যেই সময়সীমা বদল করা হল ।  সোমবার থেকে নতুন নির্দেশিকা জারি করেন মধ্যশিক্ষা পর্ষদ জানান , যারা ক্লাস ১০ এবং ১২ এর স্টুডেন্ট তারা সোম , বুধ এবং শুক্র বার স্কুলে যাবে ও যারা ৯ এবং ১১ এর স্টুডেন্ট তারা মঙ্গল , বৃহস্পতি বার স্কুলে যাবে । শনি বার স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে । ক্লাস শুরু হবে সকাল ১০ টা ৫০ এবং চলবে  বিকাল সাড়ে ৪ টে পর্যন্ত ।  দার্জিলিং এবং কালিম্পং –এর ক্ষেত্রে স্কুল শুরু ৯ টায় ও স্কুল ছুটি দুপুর ৩ টেয় , শনিবার অভিভাবকদের কাছে থেকে কোভিডকালে ক্লাস করানো নিয়ে মতামত নেওয়া হবে এবং অন্যান্য ক্লাসগুলি চালু করার ক্ষেত্রে অভিভাবকদের ফিডব্যাক গুরুত্ব পূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত বিষেসম্পন্ন হল । কোভিড পরিস্থিতির মধ্যে একসাথে পড়ুয়াদের ঢোকা , বেরোনো বা অনেক পড়ুয়া যাতে একসঙ্গে উপস্থিত হটে যাতে কোন সমস্যা তৈরি না করে এ কথা মাথায় রেখে এই নতুন নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদের ।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর