টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় রেল বলে জানা যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বেশ কয়েক মাস গৃহবন্দি থাকার পর ফের পর্যটনে বেরোচ্ছেন ভ্রমণপিপাসুরা। আর এই ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় ভরসা অনলাইন টিকিট বুকিং।
সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে নতুন একটি বিধি জারি করা হয়েছে। এখন থেকে টিকিট বুকিং করার আগে মানতে হবে সেই নিয়ম।
কী সেই নিয়ম?
অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার জন্য আগে আইআরসিটিসি-তে গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে বলে জানা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিকিট বুকিং করা যাবে না।
জানা গেছে এই নিয়ম সেই সকল গ্রাহকদের জন্য লাগু হচ্ছে যারা করোনাকালে দীর্ঘ দিন ব্যাপী অনলাইনে টিকিট বুকিং করেননি।
এই সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট না ব্যবহার করার জন্য লগইন করলেই একটি উইন্ডো খুলে যাবে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য। সেই উইন্ডোর বাঁদিকে এডিট এবং ডান দিকে ভেরিফিকেশন অপশন থাকবে।
এখন কোন যাত্রী নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর পরিবর্তন করতে চাইলে এডিট অপশনে গিয়ে তা পরিবর্তন করতে পারবেন। এরপর ভেরিফিকেশন বটনে ক্লিক করলে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ওটিপি আসবে। যা নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে।তবে রেলের তরফে জানানো হয়েছে, যে সকল যাত্রীরা নিয়মিত টিকিট বুকিং করেছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। অর্থাত্ নিয়মিত যাত্রীরা আগের মতোই নির্বিঘ্নে অনলাইনে নিজেদের টিকিট বুকিং করতে পারবেন।