শিবরাত্রি উপলক্ষ্যে পুজো দিলেন আসানসোলের নব নির্বাচিত চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220301_193602

পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক: আজ শিব রাত্রি উপলক্ষ্যে চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে যান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন নব নির্বাচিত কাউন্সিলর শ্রাবণী মণ্ডলও। প্রার্থনা করেন শিল্পাঞ্চলের মানুষ যেন সুস্থ ও ভালো থাকে।

দেশের পাশাপাশি রাজ্যেও সাড়ম্বরে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। মঙ্গলবার পশ্চিম বর্ধমান আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের সমাগম। যদিও গত দুবছরের তুলনায় একটু হলেও কম হয়েছে ভক্তকুলদের আনাগোনা। তবে মন্দির কমিটি জানিয়েছেন চন্দ্রচূড় মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির। যদিও কোভিড পরিস্থিতির জন্যে কিছুটা হলেও ম্লান হয়েছে শিবরাত্রি। তবে ধুমধাম সহকারে পালিত হচ্ছে শিবরাত্রি পুজো।

এদিন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,”আসানসোলের সাথে একটা সাংস্কৃতি ও ঐতিহ্য জুড়ে রয়েছে চন্দ্রচূড় মন্দিরের। প্রত্যেক বছরই আসি এই মন্দিরে। অনেক মানুষের সমাগম হয় এই চন্দ্রচূড় মন্দিরে। বিশেষ করে এই দিনে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করলাম শিল্পাঞ্চলে মানুষ ভালো সুস্থ থাকুক এবং প্রত্যেক বছর যেনো এই মন্দিরে পুজো দিতে আসতে পারি” বলে জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর