নিরাপত্তার কারণ দেখিয়ে এবারও কাশ্মীরে নির্বাচনে না

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এরপর রাজ্যটিতে আর বিধানসভা নির্বাচন হয়নি।

এবারও কাশ্মীরে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে না।

শনিবার (১৬ মার্চ) লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল ও সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে ২০১৯ সালে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিধানসভা নির্বাচন বন্ধ রাখার কথা বলেছিল নির্বাচন কমিশন। এবারও সেই একই যুক্তিতে নির্বাচন দেওয়া হচ্ছে না।

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, কাশ্মীরে বিধানসভা নির্বাচন আসন্ন। তবে নিরাপত্তাজনিত কারণে এটি লোকসভা নির্বাচনের সঙ্গে করা যাচ্ছে না।

পাঁচ বছর আগে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুনীল অরোরা। তিনিও ২০১৯ সালের এপ্রিল ও মে মাসে লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন না করতে একই কারণ উল্লেখ করেছিলেন।

২০১৯ সালের মতোই ভারতের আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন হবে সাত সফায়। আগামী ১৯ এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে ১ জুন। দেশটির মোট ৫৪৩ লোকসভা আসনের পাশাপাশি চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। একই সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে ১৩ রাজ্যে। ভোট গণনা ও এর ফল প্রকাশিত হবে ৪ জুন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর