এনবিটিভি ডেস্ক, আসানসোল: পানীয় জলের দাবিতে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌরনিগমের ৭২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিগত বেশ কয়েকদিন ধরে পানিয় জল বন্ধ রয়েছে ৭২ নম্বর ওয়ার্ডের চারটি পাড়া জুড়ে। আজ বলে নয় নিত্য দিনের সমস্যা এটা। সোমবার তাই বাধ্য হয়ে এলাকার পুরুষ ও মহিলারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়, প্রায় আড়াই ঘণ্টা অবরোধ রাখার পর কুলটির বিধায়কের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তবে এই অবরোধের জেরে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে দেখা যায়। অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় বলে জানা যায়। তবে কুলটি জলপ্রকল্প হওয়া সত্ত্বেও পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে কুলটির সাধারণ মানুষকে।
Popular Categories