আনুষ্ঠানিকভাবে কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান খুলে দিলেন মুখ্যমন্ত্রী সনোয়াল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201021-WA0021

এনবিটিভি ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ২০২০-২১ পৰ্যটন বৰ্ষের জন্য কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান খুলে দিলেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল৷ বুধবার দুপুরে উদ্যানের কহরা বনাঞ্চলের মিহিমুখ প্ৰবেশদ্বারে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে বাতি জ্বালিয়ে, নারিকেল ভেঙে প্রবেশদ্বারের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য রাষ্ট্রীয় উদ্যানটি খুলে দেন। এরপর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে থাকা মন্ত্ৰী অতুল বরা, কেশব মহন্তসহ মুখ্যমন্ত্ৰী সোনোয়াল জীপ গাড়িতে উঠে উদ্যানের কহরা বনাঞ্চলে প্রবেশ করে কাঠপরা এলাকা পর্যন্ত পরিভ্রমণ করেন। অন্যদিকে রাষ্ট্রীয় উদ্যানের বাগরি বনাঞ্চলের প্রবেশদ্বার পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেন মন্ত্ৰী কেশব মহন্ত। কাজিরাঙায় আসা পর্যটকদের মূল আকর্ষণ হাতী ছাফারি আরম্ভ হবে পয়লা নভেম্বর থেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর