শরীর যেন কিছুতেই সায় দিচ্ছে না কামারহাটির এই বিধায়কের। বহু প্রতিক্ষার পর আজ বেলা ১২ টায় হাসপাতাল থেকে ছাড়া পান মদন বাবু। যারফলে খুশিহন তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্ত সেই আনন্দ ফিকে হয়েগেল কিছুক্ষনের মধ্যেই।
সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানীপুরে বাড়ির কাছেই বক্তব্য রাখার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তৃনমূল কংগ্রেসের এই নেতা। হঠাত্ শ্বাসকষ্ট দেখা দেয় তার। যারফলে ইনহেলার ও অক্সিজেন সাপোর্ট ও নিতে হয় তাকে।
ভবানীপুরে বাড়ির কাছে অসুস্থ হওয়ার ফলে, তরিঘরি বাড়ির কাছে আনা হয় তাকে। চেয়ারে বসিয়ে , তত্ক্ষনাত্ তাকে দেওয়া হয় অক্সিজেন ও ইনহেলারের সাপোর্ট। সেই সঙ্গে পরীক্ষা করে দেখা হয় সুগার ও স্যাচুয়েশন।
আপাতত শোনো যাচ্ছে, পূর্ব পরিকল্পনা থাকলেও আজ আর কামারহাটি যাওয়া হচ্ছে না মদনের।