সফিকুল আলম, মালদা, এনবিটিভি: আবারও হরিশ্চন্দ্রপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন। অল্পের জন্যে রক্ষা পেল পরিবার। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির রামপুর গ্রামে। অল্পের জন্য অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলেন রামপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার পালের পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ স্বপন কুমার পালের পুত্রবধূ গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় গ্যাস পাইপ লিক করে পাইপ সহ সিলিন্ডারে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। পুত্রবধূর চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা ছুটে আসে। ফোন করা হয় দমকল বাহিনীকে। দমকল ইঞ্জিন আসার আগেই পরিবারের লোকেরা সাহস করে পাটের চট ভিজিয়ে গ্যাস সিলিন্ডারটিকে মুড়ে ফেললে তৎক্ষণাৎ আগুন নিভে যায় বলে খবর।
দমকল সূত্রে জানা যায়, পাইপ লিক করে আগুন ধরে। কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দমকল গাড়িতে স্থানীয় কোনো সরকারি কর্মী না থাকায় এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে গ্ৰামে আসতে দমকল কর্মীদের ঘুরপথে আসতে যথেষ্ট সময় লেগে যায় বলে বিক্ষোভে ফেটে পড়েন।