নদীয়া, এনবিটিভিঃ দশ ভরি সোনার গহনা সহ নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার চাপরা থানা এলাকায়। জানা যায়, চাপড়া থানার শিবের পাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে পুজোর একটি মেলা বসেছে। ওই মেলাতেই একটি পরিবার দোকান দিয়েছিলেন।
প্রতিদিনের মত পরিবারের সকল সদস্যরা মেলাতে উপস্থিত ছিলেন গতকাল রাতে। সেই সুযোগ নিয়েই কয়েক জন দুষ্কৃতী বাড়ির দরজার তালা ভেঙে তছনছ করে গোটা বাড়ি।পরিবারের দাবি, বাড়িতে থাকা প্রায় দশ ভরি সোনা এবং দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল।
খবর দেওয়া হয় চাপড়া থানায়। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।