উত্তর গাজায় বেঁছে আছেন মাত্র ৪০ জন সাংবাদিক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1
উত্তর গাজায় মাত্র ৪০ জন সাংবাদিক বেঁচে আছেন। তারা সেখানে অবরুদ্ধ ও বিচ্ছিন্ন অবস্থায় আছেন। তাদের কাছে খাবার ও ত্রান সামগ্রী পাঠানোরও কোন উপায় নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারিয়েটের সদস্য শোরুক আল-আসাদ।
অবরুদ্ধ ওই এলাকায় সাংবাদিকরা নজিরবিহীন দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপন করছেন বলে জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের পরিবারকেও হত্যা করা হচ্ছে। তাদের বাসস্থান ধ্বংস করা হচ্ছে। ইসরাইলিরা সেনারা সাংবাদিকদের লক্ষ্য করেও অনবরত হামলা চালাচ্ছে। ৭ অক্টোবর থেকে অন্তত ৭৩টি মিডিয়া অফিসে বোমা হামলা হয়েছে।
বোমাবর্ষণ, বিদ্যুৎ বিভ্রাট, কর্মীদের হত্যার কারণে গাজার কোন রেডিও স্টেশন আর কাজ করছে না।এ পর্যন্ত প্রায় ৭০ জন সাংবাদিক পরিবারের কোন না কোন সদস্যকে হারিয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর