অটো ও ব্যাটারি চালিত টোটোর বাড় বাড়ন্তে সাধারণ ভ্যানচালকেরা দিশেহারা

এনবিটিভি, ইসলামপুর, রানিনগর : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা ‘খাজাঞ্চিবাবু’র কথা মনে পড়ে? এ যেন তারই প্রতিফলন ! নবীনের সঙ্গে প্রবীনের দ্বন্দ্বটা যেন আজও ততটাই সত্যি। বর্তমান বাজারে ব্যাটারি চালিত গাড়ির বাড় বাড়ন্তে কাজ হারিয়েছে অনেক ভ্যান চালকেরা। দিন শেষে কোনো দিন এক আনাও লাভ হয়না,এমনটাই জানাচ্ছেন আজকের ভ্যান চালকেরা। টোটো,অটোর দাপটে তাদের রোজগার আজকাল প্রায় শূন্য।

মুর্শিদাবাদের রাণীনগর ও ইসলামপুর এলাকার বিভিন্ন জায়গায় দেখা মিলত ভ্যান চালকের। তবে বর্তমানে তাদের দেখা মেলা ভার। গুটিকতক যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের  নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এমনটাই জানাচ্ছেন শেখপাড়া গ্রামের এক টোটো চালক।
রানীনগরের শেখপাড়া বাজার ও ইসলামপুর  বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় এক সময় ভ্যানের রমরমা ছিল। আজ সেখানে হাতে গুনা ৪/৫ টি ভ্যান। তার পাশেই রমরমিয়ে চলছে ব্যাটারি চালিত টোটো ও অটোর দাপট। অনেকেই টাকার জন্য নিজেকে বদলে নিতে পারেনি। তাই অনেকেই বদলেছে এই পেশা। সময়ের পরিবর্তন ঘটে,নতুনকে জায়গা করে দিতে পুরনোকে বিদায় নিতেই হয়,আর এটাই ধ্রুব সত্য।

Latest articles

Related articles